গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০০ বাড়ির ৭০০ টির চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ।
গাজীপুরের মেট্রোপলিটন গাছা থানা আওতাধীন কলমেশ্বর, বোর্ড বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০০ বাড়ির ৭০০ টির চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এসময়, অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে গ্যাস আইনে ৫টি মামলায় পঁচাওর হাজার টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট। এছাড়াও, গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী তিতাসের কালো তালিকাভুক্ত দুই হোতাকে আটক করা হয়। পরে, তাদের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণেে গ্যাস সংযোগ পেতে ইচ্ছুক গ্রাহকের ফরম,তিতাসের ফরম,বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলদের সিল সহ অসংখ্য মোবাইল সিম কার্ড পাওয়া যায়।অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী ঐ দুই হোতার নামে নিয়মিত মামলা দায়ের করার জন্য গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে নির্দেশ দেয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। এসময় সাথে ছিলেন, তিতাত গ্যাস কতৃপক্ষ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।